রাজা মুকুট পড়ে

রাজা মুকুট পড়ে বসে আছো
সিংহাসনে,
রাজ্য জুড়ে সবাই তোমায়
ভীষণ মানে।

যখন-তখন যাকে-তাকে
পাঠাও তুমি নির্বাসনে,
নিজেও তুমি বন্দী
সেটা ক’জন জানে।

চতুর দিকে চলছে কতই
যে অনাচার,
সভায় বসে করছো তুমি
সবার বিচার,
তোমার বিচার করছে কি কেউ
অন্যখানে।

পোশাকে আর জাঁকজমকে
নিজেকে আড়াল করে,
পেতে চাও শান্তনা কি
ঘরের মাঝে ঘর গড়ে।

যুদ্ধ জিতে আনছো ভূমি
পদতলে,
আবার কখন পরাজয়ের তিলক
ভালে,
একতিলও যে শান্তি তোমার
নেইতো প্রাণে।

কন্ঠঃ শ্রীকান্ত আচার্য