পড়ে ভূত আর হসনে মনরায়

পড়ে ভূত আর হসনে মনরায়।
কোন হরফে কী ভেদ আছে
লেহাজ করে জানতে হয়।।

আলিফ হে আর মিম দালেতে
আহামদ নাম লেখা যায়
মিম হরফটি নফি করে
দেখ না খোদা কারে কয়।।

আকার ছেড়ে নিরাকারে
ভজলিরে আঁধেলার প্রায়
আহাদে আহামদ হলো
করলিনে তাঁর পরিচয়।।

জাতে সেফাত সেফাত জাত
দরবেশে তাই জানিতে পায়
লালন বলে কাঠমোল্লাজী
ভেদ না জেনে গোল বাঁধায়।।

(প্রবর্তদেশ)

জাতে সেফাত: সত্তার গুণাবলী।
জাত: সত্তা।
লেহাজ: ভক্তিযোগ, ধ্যানযোগ।


Warning: Array to string conversion in /homepages/46/d530413940/htdocs/prokashoni.net/wp-content/themes/prokashoni/single-bangla.php on line 60