যদি এ শীতে

যদি এ শীতে আমি
যদি এই শীতে আমি…
মরে যাই।

জেনে রেখো জেনে রেখো
আগামী শীতে নতুন করে জন্ম নেবো,
হয়ত ফুল হয়ে কোন পথের ধারে
হিমেল হাওয়ায় চেতনার পাশ দিয়ে।

যদি দূরে বহু বহু বহুদূরে আমি
চলে যাই, মরে যাই।

জেনে রেখো জেনে রেখো
আগামী শীতে নতুন করে জন্ম হবে,
হয়তো ফুল হয়ে কোন পথের ধারে
হিমেল হাওয়ায় চেতনার পাশ দিয়ে।

বলে যাই বলে যাই
আবার আসবো আমি ভালোবেসে ঘাস, ফুল, নদী তীরে
জোনাকি হয়ে যাবো আলো জ্বেলে
আঁধার রাতে তোমার গহ্বনে।

যদি এই শীতে
সুরে সুরে আমি গান গেয়ে যাবো,
নীল আকাশে, আকাশে
শুনে রাখো যাবোনা চিরতরে
না না না…।

কন্ঠ ও সুর: ফারুক মাহফুজ আনাম জেমস