উঠেছে তুফান

কিছু মেঘ জমেছে ঈশান কোনে
কিছু মেঘ আমার মনে,
কিছু দুঃখ আছে যা জেগে উঠেছে
তোমার কারনে।
হো হো…

কত স্মৃতি পড়েছে মনে
গগণ জুড়ে উঠে ঘুর্নি
কেপে ওঠে সারা আসমান
শুরু হয় দুঃখেরই পুরনায় উত্থান
দাম দাম…

উঠেছে তুফান এই বুক জুড়ে।।

নিভে যায় দিনের বাতি
ঘনিয়ে আসে আঁধার,
সব কিছু ডুবে যায় বিষাদ সাগরে
জেগে ওঠে ব্যাথার পাহাড়।

আকাশে বাজে বজ্র ডংকার
বাতাসে বাজে বিষের বাঁশি,
মেঘে মেঘে বাজে ডুমরু
প্রকৃতি সেজেছে রুদ্র রুপে
বিরহের প্রহর শুরু।

কিছু ব্যাথা তোমাকে হয়নি বলা
কিছু কথা বলে দিয়ে যাই,
ও হো হো…
কিছু আশা উড়িয়ে দিয়েছি বাতাসে
অন্তর জুড়ে আর কিছু নাই।

কন্ঠ ও সুরঃ ফারুক মাহফুজ আনাম জেমস