বিকেল

গাছের সবুজে রোদের হলুদে গলাগলি,
পাতায়-পাতায় হঠাৎ-হাওয়ার বলাবলি;
উঁকি দেয় বুকে ভীরু কবিতার ক্ষীণ কলি-
আহা, বিকেল! সোনার বিকেল!

রুদ্ধ ঘরের রোগশয্যায় কোথা থেকে
করুণ চিকণ রসের লিখন গেলো এঁকে;
শীতের শুকনো আকাশে রঙের কাঁপে কলি।
-আহা, বিকেল! ক্ষণিক বিকেল!