তোমার তুলনা

তুমি ততো অসহায় নও।
যে ভাবে মেঘেরা ভেসে যায়
পুবের বাতাসে
ইচ্ছায় বা অনিচ্ছায় যে রকম ভাবে
ভোরের আলোয় ফুল ফোটে;
মশার ধূপের গন্ধে মশারা পালায়।
তুমি সেরকম নও।

তোমার তো স্বেচ্ছা আছে,
আছে অভিমান,
তোমার সুযোগ মতো তুমি যাও
এবং সুযোগ মতো কাছে ফিরে আসো

তাই সখী,
মেঘ নয়, ফুল নয়, পতঙ্গও নয়,
তাই সখী,
তুমি শুধু তোমারই তুলনা।