নদী, তুমি নটী

নদী, তুমি নটী,
ছন্দের হিল্লোলে তব কাঁপে স্বচ্ছ কটি।
জ্বলে সুর্য অতল তরল চোখে,
দীপ্ত জানু ঝলে চন্দ্রালোকে,
বেণীবন্ধে তারাস্রোত, বক্ষের স্পন্দনে
লাবণ্যের মুহূর্ত-মণিকা।
নদী, তুমি নটী।
দিন-রাত্রি তোমার চরণে
চঞ্চল নূপুর,
মণিবন্ধে কঙ্কণের মতো
দিগন্তের আবর্তন।
তোমার মধুর রক্তে সমুদ্রের উদ্দাম লবণ
প্রচ্ছন্ন-প্রখর।
মুক্ত তুমি, তীব্র তুমি, তুমি আত্মহারা,
নটী, তুমি নদী।
তোমারই জঙ্গম প্রাণ মাঠে ফুল, মেঘে ইন্দ্রধনু;
স্বপ্নের মর্মর-তনু
উন্মোচিত অতনু ভঙ্গিতে-
সে-স্বপ্ন আমার।

হে নর্তকী
নাও তুমি আমার স্বপ্নের স্পর্শ,
দাও মোরে তোমর কম্পন-কণা।
তোমার অঙ্গের রঙ্গে, তরঙ্গের শাণিত আভায়
দীর্ণ করো আমার পাষাণ-পুঞ্জ,
আমার প্রাণের স্তব্ধ আদিম পাহাড়ে
মূর্ত হোক তোমার পূর্ণতা।