স্বর্গ-বীজ

তারা!…তার! …স্বর্গ-বীজ! জ্যোতির জন্মের রতি! দেবতার
রেতঃস্রোত! কোন ক্ষেত্র লক্ষ্য তার? উমার তপস্যা ব্যর্থ, ব্যর্থ উর্বশীর
তপস্যা-মৃগয়া। উষ্ণ আর্দ্র পৃথিবীর নীবীর নিগড়ে
বাঁধেনি শিবির; পীন ঘন ঘাসের বাসর-গন্ধে
বন্দী সে হ’লো না; পর্বতে কর্দমে বনে বর্তুল পৃথুল
আতিথ্যের অতন্দ্র আহ্বান পেলো না সন্ধান তার। আর-
কোন, কোন ক্ষেত্র?…ঐ পার হ’লো ছায়াপথ, কোটি-কোটি বিশ্ব-কলি,
আলোর বিশাল কাল-
কার, কার আকর্ষণে? ছার মানে উর্বশী-উমারে,
তবু ঝরে; হার মানে পৃথিবীর নিবিড় প্রার্থনা, তবু ঝরে,
ঝরে স্বর্গ-বীজ! জ্যোতির অমর ঝড়! দেবতার
দিব্যতার স্রোত!…শুধু ঝরে, কোথাও পড়ে না। আকাশে, আগুনে জলে,
জড়ে, মৃতে, প্রেতে, ভবিষ্যতে; ঝরে স্ফীত বর্তমানে,
প্রাণের কম্পিত প্রান্তে;- কোথাও ধরে না, কোথাও না!
-কোথাও না?…তবু ঝরে কল্প-কল্প ধ’রে, যদি পড়ে, যদি ধরা পড়ে
কোনো কণা জ্যোতি-যোনি কল্পনায়, কবি-কল্পনায়!