বর্ণচোরা

তোমার স্বরূপ বোঝা অতিশয় দুরূহ ব্যাপার
যেহেতু সঠিক বর্ণ কখনো কর না উন্মোচন,
হিতৈষীর ছলে পরো মোহনীয় রঙিন র্যাপার;
তা দেখে অবশ্য হয় আমাদের মন উচাটন।
নিশ্চিন্ত বিশ্বাসে চলি, অকস্মাৎ সুযোগ বুঝিয়া
র্যাপার খুলিয়া ফেলো (আমরা বিস্ময়ে হতবাক)
পালানোর চেষ্টা করি প্রাণপণে দু’চোখ বুজিয়া
স্খলিত ময়ূর-পুচ্ছ পিছু-ধাওয়া করো দাঁড়কাক।

অতঃপর ভাগ্যদোষে তোমারি খনিত খালে পড়ি
(প্রথমে তর্জন চলে দলশুদ্ধ ক্রমে নিরুত্তাপ)
জানি না তো কত দিন এ কাজে দিয়েছ হাতে খড়ি?
সাফল্য প্রমাণ করে নিবোধের এ অজ-বিলাপ;
বুদ্ধির জারজ তুমি নিয়ত ঘটাও বিসম্বাদ,
মানুষকে ফাঁকি দিতে জানি তুমি অতীব ওস্তাদ।।