ইনকিলাব

মরু ঝঞ্ঝার মত উড়ে আসে আসে ইসলামী ইনকিলাব
এ ঝড়ের মুখে মরণ নিদালি কুয়াশা চাদর টানি কি লাভ
আয় ইনকিলাব!
আয় ইনকিলাব!

আয়! হেজাজের ঝড় হেরা গহবর হ’তে বিমুক্ত প্রাণোচ্ছল
জাগায়ে যা রে এ মৃত জনপদ জনতার মন- পৃথ্বীতল
জ্বালায়ে যা রে এ যুগ-সঞ্চিত অত্যাচারের শিলা অটল
জ্বালায়ে যা রে এ হতাশার শ্বাস নিরাশা বিলাস অজ-বিলাপ
আয় ইনকিলাব!
আয় ইনকিলাব!

আয়!
নির্যাতিতের মৃত্যু শীতের শিয়রে রক্ত দিন-ফাগুন
জালিম দলের পাষাণ ভিতের প্রান্তে বজ্ৰ আয় আগুন
খর তরবার হান্রে দুধার ক’রে যা উজাড় বিষের তূণ
কঠিন আঘাতে পিষে যারে সব মিথ্যাবাদীর ভীরু প্রলাপ
আয় ইনকিলাব!
আয় ইনকিলাব!

আয়! আল্ হেলালের পূর্ণ শান্তি উৎপীড়িতের স্বপ্নসাধ
ভাঙ নিরাশার নিবিড় ভ্রান্তি আলেয়া শিখার রাত অগাধ
নিরাশা শিখরে তুলে ধরে ফের নতুন আশার দিশারী-চাঁদ
ঘুচায়ে যারে এ অমা আঁধারের মরণ-খাদের জমানো পাপ
আয় ইনকিলাব!
আয় ইনকিলাব!