নীতি

চৈনিক ছাত্রের নীতি চীনে থাক। দৃষ্টান্ত বিদেশী
প্রেরণা দেয়নি কভু, পারে নাই কখনো টানিতে
আমাকে দুরূহ পথে (অভ্যস্ত জীবনে কম বেশী
বুলি আওড়ায়ে আর চোখ বেঁধে নোটের গলিতে
অন্ধ-পরিক্রমা শেষে প্রভু-পদে আত্মসমর্পণ)।
তার আগে গোল্ডফ্লেক, জগতের সিনেমা তারকা
জাগুক ঘিরিয়া মোরে উতলা সৌরভে অনুক্ষণ
এদিকে অতুলনীয় স্বদেশীয় বীর একরোখা)।

দেখিছি পত্রিকাপে ক্ষুধাশীৰ্ণ মানুষের হাড়,
দেখেছি আজব খেল ডাস্টবিনে খাদ্য কাড়াকাড়ি,
চৈনিক তরুণ হ’লে অবশ্য তুলিত তরবারী
আমার সময় কই স্বপ্নে ফেরে শার্লি, শিয়ারার।
হবু কর্মীদের সীট তর্কজালে হ’য়ে ওঠে ভারী
নির্বোধ চৈনিক ছাত্র বহু শ্রমে সরায় পাহাড়।।