অকর্মা ও কর্মী

‘পারবে না যদি তবে কেন যাও কাজে,
কেন অকারণে ঘোরো নিমখুন হ’য়ে?
‘যে নামে কাজের ময়দানে সেই জানে।
আসে কামিয়াবি কত ব্যর্থতা সয়ে।