শেষ

হে বাচাল। থামাও থামাও একটু প্রগল্ভতা,
মানুষের মত যারা প্রয়োজন নাই তাহাদের
তোমার ব্যঙ্গোক্তি বিষ। জানি জানি গভীর মেঘের
অন্তরালে থাকে বজ্র; তার সাথে নাহি চলে কথা।
প্রবল গতিতে ঝড় ভেঙে ফেলে মৃত্যু-আবিষ্টতা।
অজস্র বর্ষণে মেঘ মাঠ হ’তে ফেরে দূর মাঠে,
যদি পথে বাধা পড়ে মাথা ঠুকে মরে না কপাটে;
বজ্রের দুঃসহ দাহে প্রমাণ করে সে নিঃশঙ্কতা।

এ জীবন, এই মেঘে নামুক সে বজ্রের আভাস
শূন্য শুষ্ক মৃত মাঠে তার এক কটাক্ষ ইংগিত
নিমেষে থামায়ে দিক তৃণের চটুল পরিহাস?
বন হ’তে বনান্তরে ছুটে যাক উদ্দাম সংগীত;
জাগুক আঘাত ক্ষীণ দূর্বাদলে বনানীর শ্বাস
সব পরিহাস শেষে জীবনের বলিষ্ঠ ইংগিত।।