জনতা ও জান্টা

জনতার আছে প্রতিবাদভরা মুঠো রক্তনালিভরা রক্ত
দরকার হ’লে সে করবেই প্রতিবাদ তুলবেই মুষ্টি আকাশে
দরকার হ’লে সে দেবেই রক্ত
ভিজিয়ে দেবেই শুকনো মাটিকে
জান্টার রয়েছে কামান রাইফেল মর্টার
বিদেশে প্রস্তুত
দরকার হ’লে দাগবেই কামান কাঁপবে নিসর্গ
কামান মর্টারের সে ব্যবহার জানে
তাই তার ব্যবহার করবেই।

জনতার মুঠো ভরে প্রতিবাদে পোড়া বুক থেকে
রক্তনালিতে রক্ত আসে মাটি থেকে
কেবল আসেই নিঃশেষ হয় না
জান্টার রাইফেল সহজেই তেতে ওঠে
ব্যবহার উপযোগিতা হারিয়ে ফেলে কামান মর্টার
দুদিনেই ফৌত হয় বুলেট বারুদ গোলাগুলি।

তখন শূন্য মুঠোর কাছে আত্মসমর্পণ করে
চীন আমেরিকায় তৈরি রাইফেল
নিরস্ত্র জনতার হাতে
বন্দী হয় অস্ত্রভারাক্রান্ত জান্টার নেতারা
তখন জনতা
সৈন্যাবাস ভেঙে দিয়ে
সহজে দেখায় গৃহনির্মাণপ্রবণতা।