অশ্রুবিন্দু

ওই চোখ থেকে, মেয়ে, ঝরে জ্যোতি।
তোমার ফসল দেখে ইচ্ছে হয় কায়মনোবাক্যে স্তুতি
করি শেষ পারমাণবিক বিস্ফোরণ অবধি।
সাঁতারে অভিজ্ঞ তবু দেখি নাই এরকম খরস্রোতা নদী।
ওই অসম্ভব গীতিভারাতুর গ্রীবা
দেখে বুঝলাম কাকে বলে সৌন্দর্যের পরম প্রতিভা।
কিন্তু যেই আসি হৃদয়ের কাছে
দেখতে পাই তোমার চোখের কোণে
একবিন্দু কালো অশ্রু পেরেকের মতো গেঁথে আছে।