রবীন্দ্রনাথ (গান)

সপ্তসুরের সপ্ত-ঘোড়া চালায় যে জন ইঙ্গিতে,
তারে কে আর সুর শোনাবে সঙ্গীতে!
রাগ-রাগিণীর রশ্মিটানে
বাণী নিজে বশ্য মানে
সুরের রাজা- যার অপরূপ ভঙ্গীতে-
তারে কে আর সুর শোনাবে সঙ্গীতে!

যাহার করের পরশ পেয়ে কমল ফুটে আনন্দে,
ভূবন ভরে নূতন বাণীর সুগন্ধে;
বঙ্গদেশের সেই কবিরে-
বিশ্বাকাশের সেই রবিরে
কে পারে আর কথার রঙে রঙ্গিতে-
তারে কে আর কথা শোনায় সঙ্গীতে!

সুর ও কথা অবাক্ হয়ে হার মেনে’ তাই তার কাছে,
চোখের জলে প্রসাদ-সুধা-ধার যাচে;
ঐ চরণের যোগ্য করি’
অর্পিতে আজ অর্ঘ্য ভরি’
চিত্ত-সাগর রয় শুধু তরঙ্গিতে-
কথা ও সুর তাই ভেসে যায় সঙ্গীতে!

* পরিষৎ কত্তৃক রবীন্দ্র-সম্মর্দ্ধনা-সভা উপলক্ষে গীত।