আদি কারণের বীজ

আদি কারণের বীজ রয়ে গেছে বালির কণায়
মাকড়সা’র ফুটফুটে ডিমের ভিতরে
অথবা তা রাঙা প্রজাপতি যেন,- রাত্রিতে
লোপ পায় পৃথিবীর মূর্খ বায়ুস্তরে

রয়ে গেছে টীকাকারদের লাল কালির দোয়াতে
ছ্যাকরাগাড়ি’র সব ঘোড়াদের চোখে
অথবা যেখানে হংসী অদ্ভুত বধির
অজস্র পিপড়ে-ভরা রক্তাক্ত পালকে।

(শেয়ালের হাতে নষ্ট কোনও প্রিয় হংসী’কে)