এই দুপুরের বেলা

এই দুপুরের বেলা
আকাশ যখন নীল সমুদ্রের মতো
দরজা জানালা পর্দাগুলো যখন সহসা
বাতাসে বেলুনের মতো কেঁপে ওঠে-
আকাশের দিকে উড়ে যেতে চাচ্ছে

কলকাতার এই মস্ত বড়ো বাড়িটাকে
একটা জাহাজের মতো মনে হচ্ছে
না জানি কোন বন্দর ছেড়ে চ’লে গেছি
কোন অগাধ মাঝসাগরের ভেতর
এই চৈত্রের দুপুরবেলা
আকাশ যখন নীল সমুদ্রের মতো।