এই সব আবছায়া

এই সব আবছায়া-সময়ের বুনুনিকে নিজে
তুমি যদি নিতে চাও দু’ হাত বাড়িয়ে
বেবিলন কলকাতা নগরীর নিপুণ কামিজে
তা হলে মেধাবী গাধা হয়ে তুমি গিয়েছ হারিয়ে
(কারণ মানুষ যদি সারা-রাত বৃষ্টিতে ভিজে
নিজেকে কড়কে নেয় সারা-দিন রৌদ্রে দাঁড়িয়ে
তা হলে সে স্বাতী, আর্দ্রা, সরমার গান শুনেছিল
নিবিড় গাধার কান নিয়ে)

তবু তুমি প্রান্তরের গোপনীয় ঘাসে
সত্য আর অনৃতের কথা ভেবে গিয়েছ শিশিরে
নিজেকে জুড়ায়ে নিয়ে বিকেলের মিহিন বাতাসে
ভোরবেলা হয়ে গেছ হাড়জিরজিরে
(কারণ মানুষ যদি সারা-রাত বৃষ্টিতে ভিজে
নিজেকে কড়কে নেয় সারা-দিন রৌদ্রে দাঁড়িয়ে
তা হলে সে স্বাতী, আর্দ্রা, সরমার গান শুনেছিল
নিবিড় গাধার কান নিয়ে)