আকাশের নক্ষত্র অবধি

মাঠের লোষ্ট্র থেকে আকাশের নক্ষত্র অবধি
সব দিকে আমাদের পথ র’য়ে গেছে
পিছল পেঁচা’র মতো নিজের ডানার সাথে উড়ে
আলোর ভিতর থেকে আঁধারের সুরে
যেতে পারি; আজ তবু সৃষ্টির প্রভাত
ঢের দিন সূর্য জ্ব’লে যাবে এই ব্রহ্মাণ্ডের পারে
এ-পৃথিবী ক্ষ’য়ে যাবে সূর্যের কাছে
আনকোরা হাড়গুলো হয়ে যাবে কালি
সে-সব সমস্ত সম্পূর্ণ ভাবী কাল
ঘড়ির চেয়েও ঠিক, মনীষীর চেয়ে সমীচীন
আজ এই জ্যোতিষ্মান রৌদ্রে তবু আমাদের সাদা ডানাগুলো
অফুরন্ত তিমিরের আনন্দে উড্ডীন।