বনহংসী

জীবনের পাদপীঠে দাঁড়ানো উচিত ছিল
ভোরের প্রথম রৌদ্রে শিকারির মুখ নিয়ে জেগে
তবুও তোমার ডাক রসাতল থেকে এসেছিল
না হলে আমার সাথে কী ক’রে আবেগে
নর্তকীর মতো তুমি ঘুরে যাও
আমার মাথার ‘পরে উন্মীল আকাশ
আমার পায়ের নিচে নরকের মেঘে,
বিষাক্ত শিকারিদের বধূ বুনোহাঁস
তুমি একা। আর সব ববিনে জড়ানো মমি।
ধূপের ধোঁয়ার ঘোর কক্ষের ভিতরে
দাঁড়ায়ে-দাঁড়ায়ে তারা ব’সে- শুয়ে গেছে
হৃদয় উপুড় ক’রে উনুনের ‘পরে
জানে না তোমার প্রেম কী জিনিস
বুনোহাঁস মেরেছিল বেলোয়ারি ভোরে
হে নর্তকী, তাহাদের প্রেম দিয়ে দাও
হাড় যেন বনানীর হাঁস হয়ে ওড়ে।