বৃষ্টি বুঝি এল

এল- বৃষ্টি বুঝি এল-
পায়রাগুলো উড়ে যায় কার্নিশের দিকে এলোমেলো

এল- বৃষ্টি বুঝি এল-
ছেলেদের খেলা মাঠে মুহূর্তেই সাঙ্গ হয়ে গেল

এল- বৃষ্টি বুঝি এল-
ছিপ ফেলে বাথানের দিকে ঐ চ’লে যায় কেলো

এল- বৃষ্টি বুঝি এল-
‘জল ধ’রে গেলে মাসি তার পর কাঁথাগুলো মেলো’

এল- বৃষ্টি বুঝি এল-
‘গেল- গেল আমসত্ত্ব- পোড়ামুখো বৃষ্টি সব খেল’

এল- বৃষ্টি বুঝি এল-
‘হরির মা কতকগুলো ডাঁটো আম পেল?’

এল- বৃষ্টি বুঝি এল-
(সে ঘুমায় মাঠে) সমাধির ‘পরে তার পাতা শুধু ওড়ে এলোমেলো।

ময়ূখ । জ্যৈষ্ঠ ১৩৬২