এই নিম্ন পৃথিবীতে

এই নিম্ন পৃথিবীতে এক দিন তুমিও তো ছিলে।
টেবিলে এখনও বই- অনেক অপূর্ব চিন্তা- কথা।
আঁধারে মোমের বাতি এখন জ্বালালে
রাশি-রাশি চুলের কলঙ্কে যেন কার
দেখা যাবে হাড়ের চিরুনি
টানছে ব্যাকুল ভাবে- তেরো শো তিরিশে
যেমন টানত এক নিবিড় রমণী!