এক দিন ঘুম ভেঙে

এক দিন ঘুম ভেঙে গিয়েছিল- চাঁদে
কারা যেন ভিড় ক’রে কাঁদে
চাঁদ থেকে চাঁদে
বুনো হাঁস নয়
কেন কাঁদে?
কেন এই ভয়?
শরবন অন্ধকার ঘাসের পিছনে
হাত- নখ- স্টিল- শান্ত, স্থির
কোনও হাঁস দেখে নি ক’ তাহা
তবুও হয়েছে অধীর
গুলি তারা দেখে না ক’
প্রাণ তারা বোঝে না ক’
তবু চমকায়
কী দেখিছে, হায়
দেখে শুধু প্রাণ চ’লে যায়
প্রাণ চ’লে যায়!