যেই দেশে

যেই দেশে ডোরা-কাটা জামা গায়ে দিয়ে
অবৈতনিক ভাঁড় হেঁটে চ’লে যায় রাস্তায়
মনে হয়েছিল সেই দেশে আমি- তুমি- আর তুমি
প্রান্তরকে ক’রে সেই রাজপথ- রক্ত- মরুভূমি
মরুভূমিটাকে তুলে দেই পুনরায়
রাজপথে- রক্তপথে- অন্ধকার অববাহিকায়
সর্বদাই জোর পেয়ে দিতে পারি তুড়ি
উচ্ছৃঙ্খল সময়কে ক’রে দিয়ে উড়খুড়খুড়ি।

তবুও মাথার ‘পরে (দেখা গেল) কন্যা, তুলা, মীন
আমাদেরও চেয়ে আরও পাঁড় বিদূষক
আমরা সবের থেকে কিছু দূরে স’রে আছি ব’লে
টেবিলের ফক্কুড়ি রাত তিনটেয় শেষ হলে
টেবিলের পাশে তবু গোল হয়ে বসবার শখ
কাউকে বানাল চ্যাং- নিউম্যান- কার্ল মার্কস- যুধিষ্ঠির- বক
বুড়ি ছুঁয়ে আসা চাই ব’লে এরা টেবিলের সীমানায় বুড়ি
উচ্ছৃঙ্খল সময়কে ক’রে দিয়ে উড়খুড়খুড়ি।