জলমাকড়ের নাচ

জলমাকড়ের নাচ কেমন বলো
ঠান্ডা হৃদের জল- মখমল বিছানার মতো
সূর্যালোকে এই তার গভীর ব্যসন
আমারেও করে আকর্ষণ

আমি চক্ষুষ্মান- তাই
পৃথিবী দেখেছি খুঁজে- কোনও নৃত্য নাই
অভীপ্সা দেখেছি খুঁজে- নাই ধর্মাশোক
বৈদূর্যমণির মতো চোখ

মৃত এক দেয়ালিপোকার
মনে হয় দূরতম দ্বীপপুঞ্জে ঘুরে ফিরিবার
সমুদ্রের শব্দ এসে এখানে দাঁড়াল
প্রিয়তম বদ্বীপের- সূর্যের আলো।