কালো মখমল দস্তানার মতো

কালো মখমল দস্তানার মতো ধীরে-ধীরে আসে
অন্ধকার
আমাদের শরীরের শীত তারে অবিশ্বাসে
ঠেলে ফেলে না ক’
আমাদের হিম- নিট- আঙুলের ধূর্ত মাড়ু
সেও তারে ভালোবাসে
জীবনের জ্যোতি ধূর্ততর? দ্রুততর, ধূর্ততর নয়
মেঝের উপরে কার অগ্নি জ্বলে
হে পুষা, তোমার
মনে হয়
শ্যাম দেশে এই অগ্নি বিড়ালের চোখ থেকে জ্বলে
গোমেদ মণির মতো মায়াবীর মতো জাদুবলে-

যখন অনেক কাজ সূচনায় ন্যুব্জ ক’রে যেতেছে ঘুমায়ে
আহ্নিক রৌদ্রের ক্ষোভ আর এক বার
মদের মতন ক’রে জল খেলে নিখিলের মূল পিপাসার
মানে বোঝা যায়
প্রেমের মতন ক’রে কালো চামড়ার গায়ে
বীজ বুনে
আবার প্রভাতে উঠে দেখিব কি নীলিমা দিয়েছি মোরা ধুনে
অনেক ধবল মেঘে-

এইসব
খাড়া পাহাড়ের কোনও চূড়ার কোনায়
দাঁড়ায়ে হয়তো বলা যায়
কাকজ্যোৎস্নার থেকে কাকজ্যোৎস্নায়।

শিশুটির চোখে কোনও রোগ নাই- তবু তার সুগভীর মূলে
কোনও স্পষ্ট নিদ্রা নাই- তবুও সে বহুদিন জেগে রবে হেঁয়ালির ভুলে
ত্রিকোণ-পথের বাঁকে এসে
নলখাগড়ার বন ভেঙে ফেলে শীত রাতে
উষ্ণ সমুদ্রের প্রিয় পাখির মতন দূর নীড়, দূর ডিম
ভালোবেসে
ত্রিজটার এই জট- অমোঘ, অসীম।

কত সাম্রাজ্যের রমণীরা ঘুমায়ে গিয়েছে অন্ধকারে
হাতে তাহাদের ববিনের সুতো আজও- বহুদিন যাপনের সূতিকার ভারে
ঢের শান্ত রাত্রির নির্জন মৃগয়ামাংসে- প্রেমে, অভিসারে
সূচনা হ’ল না কিছু
নগরীর সব ঘড়ি এক সাথে বেঁজে ওঠে যখন গভীর শীত রাতে
সব শেষ ট্যারা জাগরুকগুলো এইবার চেয়েছে ঘুমাতে
চারিদিকে উঁচু-উঁচু গম্বুজের দ্রাঘিমায় দু-একটা নক্ষত্রের আলো।

খোড়া ঠ্যাঙে তৈমুরের মতো এসে ত্রিভঙ্গে দাঁড়াল
চেয়ে দেখে দেশ তার ভ’রে গেছে ছিন্নভিন্ন মগজের স্তূপে
‘নিঃশেষ হ’ল না কিছু’ বলিল সে কয়েকটা লোল মুন্ডু লুফে
মোরগের মাথা যেন ছুটিতেছে আজও তার রক্তিম ঝুঁটিটার পিছু
জীবনের জ্যোতি ধূর্ততর?- দ্রুততর;- ধূর্ততর নয়
মেঝের উপরে কার অগ্নি জ্বলে
হে পুষা, তোমার
মনে হয়
শ্যাম দেশে এই অগ্নি বিড়ালের চোখ থেকে জ্বলে
গোমেদ মণির মতো মায়াবীর মতো জাদুবলে।

এইসব খাড়া পাহাড়ের কোনও চূড়ার কোনায়
দাঁড়ায়ে হয়তো বলা যায়
কাকজ্যোৎস্নার থেকে কাকজ্যোৎস্নায়।