অন্ধকার রাত্রি

অন্ধকার রাত্রি: চারি-দিকে বাতাসের গল্প- অরণ্যে বাতাস শনশন করছে
অন্ধকারের আবেগ ঘরের ভিতর বেদনাময় মহনীয় হৃদয়ের মতো
কোনও আয়ত্ত কবির মতো চোয়ালে মুঠ রেখে নির্জনে নিমগ্ন হয়ে রয়েছে
রহস্যময় রূপকে খুঁজে বার করবার জন্য;
ঘরের ভিতরে দু’-একটা পথখসা জোনাকির আলোর কাছে যেন তার সূক্ষ্ম কঠিন নাক
ঝুঁকে পড়েছে
তার ভুরু চ’লে গেছে দুই দিগন্তের দিকে
পৃথিবীর সমস্ত বিচিত্র নারীর ভুরুকে রূপ দিয়ে
তাদের হৃদয়ে নির্জন শান্তির আঘ্রাণ জাগিয়ে
ছড়িয়ে রয়েছে সেই কোমল স্নায়বিক অন্ধকার-

অধোমুখী নারীর চোখের পাতার মতো এই রহস্যময় অন্ধকারের প্রয়োজন-
প্রয়োজন আমার জীবনে
শান্তির জন্য নয়- আশ্বাসের জন্য নয়
ঘরের ভিতরে দু’-একটা পথখসা জোনাকির আলোয়
তার মুখ দেখি
এই অন্ধকারের মুখ দেখি
হৃদয়ে কামনার জন্ম হয়
জন্ম হয় বিমর্ষ স্বপ্নের।