অনেক মাকালফলে

অনেক মাকালফলে লাল-লাল এই লতা জড়িয়েছে আমগাছটাকে
কাঁঠাল তেঁতুল জাম হিজলের অদ্ভুত আঁধারে
সারা-দিন সারা-রাত- এইখানে প’ড়ে থাকো একা
মাকালের ফল ঝরে, কাঁচপোকাদের সাথে হয় শুধু দেখা।
রাত বেড়ে যায় আরও- গাছপালা ঘাস মাটি হয়ে যায় হিম
বাবলা’র ডালে ব’সে পেঁচা ডাকে নিম-নিম-নিম
ঝিঁঝিপোকাদের-
চাঁদের রুপালি নখ অশথ-শাখার পিছে কেটেছে আঁচড়
কৃষ্ণা-একাদশী বুঝি? চিতলমাছের দিঘি করে তরতর
খাল ঐ ধেয়ে চলে খলখল সারা-রাত বাতাসে-বাতাসে
একটাও ডিঙি নাই- ডাঙায় গুবরে একা অন্ধকারে ভাসে
সারা-রাত ফেউ ডাকে মাঠে খেতে- শকুনের ছানাগুলো কাঁদে
তোমার খোকন-খুকি কাঁদে কই মনে পড়ে না-কি নীল চাঁদে
একটা ফড়িং কাছে উড়ে এলে ব্যথা পেতে- পেতে তুমি ভয়
উইঢিবি ইঁদুর শেয়ালকাঁটা আজ তবু বুকে লেগে রয়
রাত শেষ হয়ে যায়- গাছপালা ঘাস মাটি হয় আরও হিম
কাঁঠালের ডালে ব’সে পেঁচা ডাকে নিম-নিম-নিম
খাল অই ভেসে চলে খলখল আকাশের কুয়াশা বাতাসে
একটাও বজ্রা নাই- পান-তামাকের গন্ধ নাই বারো মাসে।