পৃথিবীর যেই সব বিপর্যয়

পৃথিবীর যেই সব বিপর্যয় হৃদয়ে জাগায়ে যায় ভয়
তাহাদের মাঝখানে পাঁচকড়ি নামধেয় যুবার মতন
প্রসিদ্ধ মলম নিয়ে কাহারও ঘুরিতে আছে মন
হঠাৎ গোরুর লেজ- অন্ধকারে- গোক্ষুরার মতো মনে হয়

আমরা ভয়ের থেকে তবুও কী ক’রে উড়ে চ’লে যাব ঊর্ধ্ব প্রাচীরে
যেই সারসের জুড়ি ম’রে গেছে জ্যোতির্ময় ভোরেরই আলোকে
মধ্যাকর্ষণের বল তাকে টেনে নেয় সাইক্লোপীয় মৃত্তিকার ঝোঁকে
বাসুকির স্থানে নেমে পৃথিবী বহিতে হয় সুপুরির মতো ছোট শিরে।