রাজনীতিবিদ

রাজনীতিবিদ ব’সে কথা কয়- কেদারায়
বৈতরণী-তরঙ্গের থেকে তার চোখ
কেবলই দেদীপ্যমান জাফরান পালকের
মৃত এক সারসের কঙ্কালের মতন ঝলক
যদিও সূর্যের কথা ব’লে যায় অনর্গল
পাঁপড়-ভাজার সাথে গরম চায়ের দিকে ঝোঁক

অনেক সম্পূর্ণ কথা সেজে যায়
চোরের মুখের থেকে মনে হতো- অস্বাভাবিক
ধােপার দাঁতের থেকে বার হলে তবে তার গাধা
রগড়ে হাসাত চতুর্দিক
তবু এই অকৃত্রিম বক্তৃতা শুনে মনে হয়
তিনটি রেখায় আমি ত্রিভুজ বানাতে পারি ঠিক

সহসা কৌটিল্য যদি এসে যেত এইখানে
ডান হাত রেখে দিয়ে কোমরের ‘পরে;-
শরীরে একটি রোমও খাড়া হতো না ক’ এই পোলিটিশ্যানের
একটি মাছিও তার মুখের বিবরে
প্রবেশের পথ খুঁজে পেতো না ক’ আপ্রাণ চেষ্টায়
এমনই নিটোল যেন টেঁসে যায় শুধু এক বালকের চড়ে।