শীতের বাতাসে

শীতের বাতাসে রোম ফুলায়ে এখন পাখি- একা
কোথায় তবুও তার জুড়ি
পিপুলের হাড়গোড়, শিমুলের কঙ্কালের রেখা
কুয়াশা নেমেছে গুড়িসুড়ি

সাদা, কালো, পাটকিলে বিড়ালের মতো চেয়ে থেকে
তবুও নিজের গানে কৃতবিদ্য পাখি
হলুদ পাতার মতো সম্পূর্ণ অঙ্গাঙ্গি ভাবে পেকে
পিপুলকে রেখে গেল শতাব্দীর মতন একাকী।