সময় ঘুরিতে আছে যেন

সময় ঘুরিতে আছে যেন কোনও মরুভূর উটপাখি
গৌরবের নীহারিকা শ্লাঘার মধ্যাহ্ন রৌদ্রে, লালসায়,- ভাঁড়ামির বালির বিবরে
হে নাবিক, দূর মধ্যসমুদ্রের আঁধারের
জাহাজের কম্পাসের কাঁটা তবু কোনও এক ঐকতান ছাড়া আর কিছু জানে না কি?
এরা সব নিয়োজিত প্রতিভার স্বেদ শুধু?
প্রেম? মৃত্যু?- শান্তি, আহা?
রাতের বাতাস আসে বৃষ্টির মেঘের ঘ্রাণ নিয়ে
চারি-দিকে নিস্তব্ধতা
এখন কি হয় নাই নিবিড় সময়
উটপাখি, কম্পাসের কাঁটা, পুথিপত্র, মানচিত্র রেখে দিয়ে
দুই ইঞ্চি পাথরের তথাগত-মূর্তি হয়ে
নগরে বন্দরে যুদ্ধক্ষেত্রে গণিকার ঘরে
ভ্রাম্যমাণ লাঞ্ছনায় কেবলই ঘুরিব আমি অনন্ত বিষুবরেখা ধ’রে?-
অবিরল (নির্বাণের) শান্তি ছাড়া কিছু বুঝিব না তবু আর?