তোমার জন্মের সাথে

তোমার জন্মের সাথে মনে হয়েছিল এই পৃথিবীতে যেন
ঘাস আরও বিশুদ্ধতা পেয়ে গেল- কাঁটার বেড়ায়
প্রতিটি আলাদা কাঁটা আপনার গুণ নিয়ে অবিরল নীলাভ রঙের
ফুলের সকল স্নিগ্ধ অপরাধ ভুলে গিয়ে ভোরের আকাশে
গাধা ও মনীষী, মালি, ভিখিরির অভিনয় ফুঁড়ে ফেলে হাসে
আমরা দেখি নি তবু- এখন হেসেছে তারা ঢের
তবু তুমি বড়ো হয়ে গেলে- সেই মুহূর্তকে আধো-চেনা যায়
সন্ধ্যার জামের ডালে নেমেছে নিখুঁত পেঁচা বিড়ালের মতন গলায়।