ভালোবাসা এক দিন আসে

ভালোবাসা এক দিন আসে শুধু- মাঠের বিবর্ণ মৃদু খড়
এক দিন ভালো লাগে- তখন জীবন কারু সমারোহ নয়
তখন মৃত্যুর কথা আগুনের পাশে ব’সে ভাবি পরস্পর
নতুন মৃত্যুর রূপ- উজ্জ্বলতা- অন্ধকার- ক্লেশ- গ্লানি- ভয়-
আজ তা নতুন মৃত্যু নয়।

যেই ধান ছিঁড়ে যায় আজ রাতে- ডানা ভাঙে যে ফড়িং- পাখি
তাহারা নিকটতর; পৃথিবীর বিধবারা ব্যথা পেয়ে এদের কুড়ায়
ভালোবাসে- গল্প বলে
আবার নতুন নীড়ে- পৃথিবীর জননীরা নতুন জোনাকি
কৌটায় ভ’রে রেখে খেলা করে, (হায়!) যায়- ভুলে যায়!