খেলা

খেলা? সূর্য। খেলা? চাঁদ। ভানুমতী, জাদুর উপরে…
মাথা মাটিগর্তে পোঁতা, পা চালায় শুন্যে সাইকেল
থালায় ঠুংঠাং চাঁদ, ঠং সূর্য, খেল খেল খেল…
জাদুর কড়াই, তাতে শত পুরোহিত মন্ত্র পড়ে

কটাহ, নরকবাস, তেলে সিদ্ধ পাপ রকমারি
স্ত্রী ত্যাগ, পানীয়ে বিষ, হত্যা সহকারী, মিথ্যা সই
উৎকোচ, অপর নারী, দাদাদিদিছবি-ভর্তি বই-
ক্রেতা-বিক্রেতাকে, দাতা-গ্রহীতাকে চেনো? চিনতে পারি

চিনে কী বা করবে, জাদু?
… জাদুর আকাশে উড়ছে মই
পাপসুর্য, পাপচাঁদ, উঠে যাও, মা ভৈ মা ভৈ