মানুষ

চন্দ্রাতপ, চাঁদোয়া, সামিয়ানা
তলায় এসো যত ইতরজন
দৈ মিষ্টি সাপ্টে খাবো, উচ্চনীচ মন
নুলোর কাঁধে অন্ধ এল, খোঁড়ার পাশে কানা

চক্ষুময়ী, তুমিই সোনাদানা
তোমার পাশে বসতে পেলাম, তোমার হাতে জল
খেলাম, উঃ খেইচি! অ্যাই, কত ভাগ্য বল!
আশীর্বাদ গাইবো এবার, ঢোল বাজা, বাজা না!

চন্দ্রাতপ, চাঁদোয়া, সামিয়ানা
আকাশ তুমি ঠিকই, কিন্তু আমরা তোমার ডানা!