ভালবাসি তারে


প্রাণের সমান আমি ভালবাসি তারে!
জানি না কেন যে বাসি,
হেরিলে তাহার হাসি,
পলকে ডুবিয়া যাই আনন্দ-সাগরে!


চাইনা তাহারে আমি, দেখে সুখী মনে!
সে হাসির বিনিময়ে
সকলি তাহারে দিয়ে,
সংসার ত্যজিয়ে আমি যেতে পারি বনে!
সে যে সদা জাগে প্রাণে!


কত ভালবাসা হায় আমার অন্তরে!
বিস্তৃত সমুদ্র প্রায়,
স্বর্গ হ’তে উচ্চ হায়,
কি করে সে ভালবাসা জানাইব তারে!


সংসার সংগ্রামে যবে ক্লান্ত হয় মন,
তারি রূপ ধ্যান ক’রে,
ইচ্ছা হয় থাকি প’ড়ে,
ভুলে যাই সংসারের যন্ত্রণা ভীষণ!
সে যে জীবনের জীবন!


স্বপনে ঘুমের ঘোরে মুখ খানি তার
মুহূর্ত্তে পড়িলে চক্ষে,
ধরি হায় এই বক্ষে,
দেখি চুম্বি, চুম্বি দেখি, কত শত বার!


দেখিলেও এ হৃদয় সদা হু হু করে!
যত দেখি বাড়ে আশা,
মিটে না সে প্রেমতৃষা,
ইচ্ছা হয় পুনঃ পুনঃ দেখি ফিরে তারে!


দেখিলে এ হৃদয় সদাই পাগল!
জানি না কেন যে হায়
তারি পানে প্রাণ যায়,
ভালবেসে আলায়েছি যাতনা-অনল!


কেন তবে ভাল বাসি? জিজ্ঞাসিব কারে?
ভালবেসে কি যে সুখ,
না বাসিলে কি যে দুঃখ?
জানি না কেন যে আমি ভালবাসি তারে!


আমি মূর্খ, সুখ দুঃখ ভালবাসা হায়
না বুঝিনু ক্ষণ তরে,
তবু ভালবাসি তারে,
ভালবাসা কি যে বস্তু কে কবে আমায়!

১০
ডুবে যায় যদি পৃথ্বী অনন্তসাগরে!
ভেঙ্গে যায় রবি-শশী
গ্রহ-তারা পড়ে খসি
তথাপি বাসিব ভাল,- ভুলিব না তারে!

১১
ভুলিতে কি পারি? এই সংসার আঁধারে
সে আমার ধ্রুব তারা,
সে বিহনে দিশা হারা,
প্রাণের সমান আমি ভালবাসি তারে!