কেমনে ভুলিব?


কেমনে ভুলিব হায় সেই মুখ খানি?-
এঁকেছি যাহারে আমি এ দগ্ধ হিয়ায়!
কেমনে ভুলিব? যার সুধামাখা বাণী
শুনিতে হৃদয় মম উর্দ্ধকর্ণ হায়!


ভুলিতে তাহারে হৃদি শত খণ্ড হবে,
কে দিবে জীবন-যুদ্ধে আধ্যাত্মিক বল!
কে মুছাবে স্নেহ ভরে নয়নের জল?
কি লয়ে থাকিব আমি এ নশ্বর ভবে?


তারে ভালবেসে আমি কলঙ্কী ভুবনে,
হায়রে সে মর্ম্মব্যথা জানাইব কায়!
নিস্বার্থপ্রণয় মম, মুখের বচনে
কেমনে সে প্রেম আমি বুঝাইব হায়!


বুঝে না এ প্রেম-তত্ত্ব মানব সন্তান,
সাধনার ভিত্তি ইহা সৃষ্টির জীবন,
আমিত্বের রূপান্তর, আত্ম বলিদান
ব্ৰহ্মাণ্ডের মূল গ্রন্থি, মাধ্যআকর্ষণ!


ফোটে পুষ্প, বহে বায়ু নীরবে নীরবে,
ভ্রমে গ্রহ, উপগ্ৰহ জ্যোতিষ্ক সকল!-
কেন প্রমে, কেন বহে? কে আমায় কবে
কেন ফোটে পুষ্প? তার ফুটিয়া কি ফল?-


নিস্বার্থ প্রণয়ে বাধা প্রকৃতির সনে,
তাই তারা নিজ মনে সুখী সৰ্ব্বক্ষণ!
নাহি দৃষ্টি আত্মপানে, পরের কারণে
এত কষ্ট, পর প্রেমে আত্মবিসর্জ্জন!


এ প্রেমের গূঢ় মৰ্ম্ম কে বুঝিবে ভবে?
মুর্খ নর স্বার্থ আশে বিকৃত হৃদয়!
নিজ সুখে মত্ত সদা; কে বুঝেছে কবে
দরিদ্রের দীর্ঘ শ্বাসে কি ঝটিকা বয়?


হ’ক সে দুলভ অতি, কি ক্ষতি তাহায়?
হৃদয়ে পূজিব তারে প্রীতির কুসুমে!
এ প্রেমের প্রতিদান নাহি চাহি হায়!
তারে ভালবেসে আমি সুখী মনে মনে!


ইহাতে ও পাপ?- তবে কি করিব আর!
ভীষণ কণ্টকাকীর্ণ সংসার-প্রান্তর!
প্রাণের সে প্রিয়জনে করি পরিহার,
কেমনে জীবনযুদ্ধে হই অগ্রসর?

১০
চাহিনা এ ক্রূরমতি কূটিলসংসার,
কানন আমার পক্ষে স্থান সুখময়!
পশিবে না তথা এই দারুণ চিৎকার,
লভিবে বিমল শান্তি এ ক্লান্ত হৃদয়!

১১
আপনাকে বলি দিয়া প্রথম দর্শনে
এ জন্মের মত প্রাণ সঁপেছি যাহায়!
নৃশংসের প্রায় তারে ভুলিব কেমনে?
ভুলিব না,- কোন্ প্রাণে ভুলিব তাহায়?

১২
বড় দুঃখ, যেই স্মৃতি এঁকেছি এ প্রাণে,
কেমনে সে স্মৃতি আমি মুছিয়া ফেলিব?
মিশিয়াছে যার প্রেম শোণিতের সনে
পাষাণ হৃদয়ে তারে কেমনে ভুলিব?