অমৃত ঝরণা সে আমার

যার আগমন আশা চেয়ে
রয়েছি জাগিয়া সারা নিশি!
সে আইল কই, হায় সখি অই
আঁধারে ডুবিয়া গেল শশী!


বিদায়ের অশ্রুজল ফেলি
অই নিশি পোহায় পোহায়!
এল বুঝি ঊষা, পরি ফুল-ভূষা;
বিহঙ্গ প্রভাতী সুরে গায়!


এলনা সে, তবু এ হৃদয়
তারি লাগি সদা হু হু করে!
সে জানি কেমন, বুঝেনা প্রণয়,
তবু প্রাণ সদা চায় তারে!


সে বড় কঠিন, এক বার
ফিরেও চাহেনা মোর পানে!
আকুল এ হৃদি, তারি তরে কাঁদে
চেয়ে আছে তার পথ-পানে!


কি জানি কেমন ঘুম ঘরে,
দেখেছি আমি তারে হায়!
ভুলি ভুলি করি, ভুলিতে যে নারি,
কি জাদু ক’রেছে সে আমায়!


শ্মশানে, সে অন্তিম শয্যায়
ভুলিবনা সেই মুখ তার!
আঁধার জীবনে, বিমল জ্যোছনা
অমৃত-ঝরণা সে আমার!