তুমি শুধু তুমি নও

তুমি শুধু তুমি নও আরো যে কত কি
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
তুমি বিনে এ ভুবনে আমি একাকী
কি করে বোঝাই বলো কি নামে ডাকি

তুমি শুধু তুমি নও আরো যে কত কি
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি

দিবসের সূর্য তুমি
তোমাকে নিয়ে তাই স্বপ্ন বুনি
তুমি দিলে যে উপহার
কিছুতে তুলনা হয় না তোমার
কত রঙ্গে রাঙানো ওই দুটি আঁখি
কি করে বোঝাই বলো কি নামে ডাকি

তুমি শুধু তুমি নও আরো যে কত কি
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি

কবিতার ছন্দ তুমি
শব্দের মালা গেঁথে ভাষাতে ভুনি
মিলনের সুখ যে তুমি
সে সুখে ধরে রেখো চিরদিনই
শত বাঁধায় আমি যেন তোমারই থাকি
কি করে বোঝাই বলো কি নামে ডাকি

তুমি শুধু তুমি নও আরো যে কত কি
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি

তুমি শুধু তুমি নও আরো যে কত কি
ফাগুনের ফুল তুমি চাঁদনী রাতি
তুমি বিনে এ ভুবনে আমি একাকী
কি করে বোঝাই বলো কি নামে ডাকি

কন্ঠঃ ইমতিয়াজ বাবু
সুরঃ খায়েম আহমেদ