কত খুঁজিলাম নীল কুমুদ তোরে

কত খুঁজিলাম নীল কুমুদ তোরে।
আছে নীল জল শুন্যে সরসী ভরে।।

উঠেছে আকাশে চাঁদ, ফুটেছে তারা,
আছে সব, একা মোর কুমুদ-হারা।
অভিমানে সে কি গিয়াছে ঝরে।।

বিল ঝিল খুঁজি নাই সে যে হায়,
হৃদয় শুধায় চোখে, কোথায় কোথায়।
ঘুমায়ে আছে সে কি আছে লুকায়ে,
সোঁদা মাথা এলোচুল গেল শুকায়ে
নদীরে শুধাই- জল যায় যে সরে।।

পিলু-কাওয়ালি]