মোর ধ্যানের সুন্দর এলে কি ফিরে

মোর ধ্যানের সুন্দর এলে কি ফিরে
আসে চন্দন-গন্ধ মৃদুল, সমীরে।।

আবার শূন্য এ হৃদি-মাঝে
কার নাম ধরে বাশী কেন বাজে

কাঁদে পাপিয়া কেন পিয়া পিয়া ডাকে
কেন দোলা লাগে তনুর চম্পা-শাখে
কেন অন্ধ আঁখি ভাসে অশ্র-নীরে।।

(২৭)