নারায়ণ! নারায়ণ

নারায়ণ! নারায়ণ!
যে নাম জপেন ইন্দ্র-চন্দ্র-ব্রুহ্মা-মহেশ্বর
যে নাম করেন ধ্যান যোগী ঋষি সুরসুর নর।
সীমা যাঁহার পায় না খুঁজি অসীম চরাচর।
ঘর করে শঙ্খ-গদা-পদ্ম-চক্র সুদর্শন,
নারায়ণ! নারায়ণ!

যাঁর অনন্তলীলা যাঁর অনন্ত প্রকাশ
মধুকৈটভাসুর কংসে যুগে যুগে করেন নাশ
কভু করাল ভীষণ কভু মদন্মোহন।
নারায়ণ! নারায়ণ!
যাঁর মূখে গীতা হাতে বাঁশী নূপুর রাঙা পায়
কভু শ্রীকৃষ্ণ গোকুলে কভু ঘেরা নদীয়ায়
মোর মন-গোপিনী উন্মাদিনী ডাকে অনুক্ষণ।
নারায়ণ! নারায়ণ!

(১০৯)