রাখ এ মিনতি ত্রিভুবন-পতি

রাখ এ মিনতি ত্রিভুবন-পতি
তব পদে মতি (রাখ)।
আঁখির আগে যেন সদা জাগে
তব ধ্রুব-জ্যোতি।।

সংসার-মরু মাঝে তুমি মেঘ-মায়া,
বিষাদ-শোক-তাপে তুমি তরু-ছায়া,
সান্ত্বনা-দাতা তুমি দুঃখ-ত্রাতা
অগতির গতি।।

দোলে কালো নিশার কোলে
আলো-উষসী,
তিমির-তলে তব তিলক জ্বলে,
ঐ পূর্ণ শশী।
ঝঞ্ঝার মাঝে তব বিষাণ বাজে,
সহসা ঢলি পড়’ বনে ফুল-সাজে,
কোমলে কঠোরে হে প্রভু বিরাজে
(তব) মহিমা শকতি।।

[ভজন, ভৈরবী-কাওয়ালি]


(বনগীতি গ্রন্থের প্রথম খণ্ড হতে সংগৃহীত)