কাশী কি মক্কায় যাবি চল দেখি যাই

কাশী কি মক্কায় যাবি চল দেখি যাই।
দোটানাতে ঘুরলে পথে
সন্ধ্যাবেলায় উপায় নাই।।

মক্কা যেয়ে ধাক্কা খেয়ে
যেতে চাও কাশী ধামে
এমনিভাবে কাল কাটালে
ঠিক নামালে কোথা ভাই।।

নৈবেদ্য পাকা কলা
তা দেখে মন ভোলে ভোলা
শিরনি বিলায় দরগাতলা
তাও দেখে মন খলবলায়।।

চুল পেকে হলো হুড়ে
পেলে না পথের মুড়ো
লালন বলে ছন্দি ভুলে
পেলাম কূল নদীর ঠাঁই।।

(স্থূলদেশ)

নৈবেদ্য: যা নিবেদন করা বা উৎসর্গ করা হয়।