সকরুণ নয়নে চাহো আজি মোর

সকরুণ নয়নে চাহো আজি মোর বিদায়-বেলা
ভুলিতে দাও বিদায়-দিনে হেনেছ যে অবহেলা।।

হাসিয়া কহ কথা আজ হাসিতে যেমন আগেতে
হেরিবে মোর জীবন-সাঁঝে গোধূলি রঙের খেলা।।

থেকে যাও আরো কিছুখন থাকিতে বলিব না কাল,
মর-সাগর পানে ভাসে মোর জীবন-ভেলা।।

আজিকার সঁঝের ছায়া যেন না পড়ে ও মুখে,
সাঁঝের শেষে যেন আসে চাঁদের আর তারকার মেলা।।

হে বন্ধু, বন্ধুর পথে কে কাহার হয়েছে সাথি,
তেমনি থাকিয়া যায়, যাবার যে যায় সে একেলা।।

হে বন্ধু, বন্ধুর পথে কে কাহার হয়েছে সাথি,
তেমনি থাকিয়া যায় সব যাবার যে যায় সে একেলা।।

[দেশি টোড়ি মিশ্র- লাউনী]