নদী আঁকা বাঁকা

নদী আঁকা-বাঁকা, ছুটে যায়
দূরে কোথায়,
চোখের নদী ঘুমিয়ে যখন তুমি
থেমে রয় ঠোঁটের কোনায়।

কষ্ট তোমার মনের জানালায় এলোমেলো
পরিচিত গন্ধটা সেই কবেকার লাগছে ভালো,
নিয়মের সীমানা ছেড়ে অতীতকে সঙ্গী ভেবে
মন হারায় কোন অজানায়।

লুকোচুরি মন ভাবনা বিহীন ছিলে সেদিন
স্বপ্নগুলো শুধুই স্বপ্ন ছিল যেদিন,
গল্পগুলো গল্পই থেকে গেল
আমাদের সেই আঙ্গিনায়।

কন্ঠ ও সুর: আগুন