তোমরা যেটাকে

তোমরা যেটাকে বলছো আজকে গান
বলছো আজকে দিচ্ছি মুছে তোমাদের অভিমান
তোমরা যেটাকে বলছো সুরের খেলা
লিখিয়েছ নাম যেথা তারকার মেলা
জানতে কি কখনো চেয়েছো
এইটা আমার নীরব অভিমান।

গানটা আজ বাহান্ন তাস জুয়ার বোর্ডের টেক্বা
গানটা আমার ছোট্ট বেলার তোমার এক্কা দোক্কা
গানটা আমার সেই সময়ের জীবনের কথা বলা
গানটা আমার শুধুই তুমি তোমার অভিধার।

তোমরা যেটাকে বলছো মদের আড্ডা
হাতের ঘড়িটা কেঁদে কেঁদে বলে রাত বাজে চারটা
রাতটা কিভাবে পার হয় তা তো তোমরা জানো না
মধ্য সাগরে আটকে গেছি কেন তা বোঝ না
তবুও যে বেঁচে আছি এটা তোমার অবদান।

কন্ঠ ও সুর: আগুন