আপনার আপনি ফানা হলে

আপনার আপনি ফানা হলে
সকল জানা যাবে।
কোনরূপে হলে ফানা
সে ভেদ জানতে পাবে।।

আরবিতে বলে আল্লা
ফারসিতে কয় খোদাতালা
গড় বলেছে যীশুর চেলা
ভিন্ন দেশে ভিন্নভাবে।।

আল্লা হরি ভজন পূজন
মানুষের সকল সৃজন
অচানক অচিনাই কখনো
জ্ঞানেন্দ্রিয়ে না সম্ভবে।।

মনের ভাব প্রকাশিতে
ভাষার সৃষ্টি এই জগতে
অচানক অধরকে চিনতে
ভাষা বাক্যে নাহি পাবে।।

আপনার আপনি হলে ফানা
দেখা দেবেন সাঁই রব্বানা
সিরাজ সাঁই কয় লালন কানা
স্বরূপে রূপ দেখ সংক্ষেপে।।

(সাধকদেশ)